ওয়ার্নের চোখে চার সেমিফাইনালিস্ট কারা?

উৎপলশুভ্রডটকম

৩১ অক্টোবর ২০২১

ওয়ার্নের চোখে চার সেমিফাইনালিস্ট কারা?

শেন ওয়ার্ন

এক গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে বাদ দিচ্ছেন। অন্য গ্রুপের নিউজিল্যান্ডকেও হিসাবে রাখছেন না। এভাবেই এবারের বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট খুঁজে নিয়েছেন শেন ওয়ার্ন। দেখুন মিলিয়ে আপনার ভাবনায় থাকা চার সেমিফাইনালিস্টের সঙ্গে ওয়ার্নেরটা মিলছে কি না।

অস্ট্রেলিয়াকে ইংল্যান্ড উড়িয়ে দেওয়ার পরও হাল ছাড়ছেন না শেন ওয়ার্ন। ইতিহাসের সেরা এই লেগ স্পিনার এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর যে সেমিফাইনালিস্টদের তালিকা করেছেন, সেখানে রেখেছেন নিজের দেশকেও। তার মানে, অস্ট্রেলিয়ার ফাইনালে খেলার সম্ভাবনা খুব দেখছেন ওয়ার্ন। এমনকি দেখছেন প্রথমবারের মতো দেশটির টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সম্ভাবনাও। তবে এর পাশাপাশি এই বিশ্বকাপে আরেকটি ভারত-পাকিস্তান দ্বৈরথের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না ওয়ার্ন।
 
ওয়ার্ন ভবিষ্যদ্বাণী করেছেন তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে। একটা ফরম্যাটের মতো তৈরি করেছেন। সেখানে শুধু চার সেমিফাইনালিস্টের নাম রেখেছেন, তা নয়। কোন গ্রুপ থেকে কে চ্যাম্পিয়ন হবে আর কে রানার্স আপ, তা-ও ঠিক করে দিয়েছেন। ‘আমি এখনো বিশ্বাস করি যে কে কোন গ্রুপের শীর্ষে থাকবে আর কারা এগিয়ে যাবে, তা দেখতে হবে এমন। বলছি সেমি ও ফাইনালের কথা...১. ইংল্যান্ড ২. অস্ট্রেলিয়া ৩. পাকিস্তান ৪. ভারত।’ 

 

যে ক্রম অনুসারে নাম লিখেছেন, তাতে পাঠকের নিশ্চয়ই বুঝে নিতে সমস্যা হচ্ছে না যে ওয়ার্ন কী বলতে চাইছেন। বলতে চাওয়া কথাটা লিখেও দিয়েছেন এরপর, ‘সেমিতে- ইংল্যান্ড বনাম ভারত, অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান।’ কিন্তু ফাইনালে যাবে কোন দুই দল? সেই ভবিষ্যদ্বাণীটা আপাতত তুলে রেখে শুধু এভাবে জানিয়েছেন পরের ব্যাপারটা, ‘সুতরাং, ফাইনাল হবে হয় ভারত বনাম পাকিস্তান নয়তো অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।’ কিন্তু ওয়ার্নের সেমিফাইনাল লাইন আপ যদি মিলে যায়, তাহলে তো ফাইনাল হতে পারে ভারত বনাম অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড বনাম পাকিস্তানের মধ্যেও। তাই না? ওয়ার্ন তেমনটা মনে করছেন না।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে একটা বার্তাও ছড়িয়ে দিয়েছে ইংল্যান্ড

ওয়ার্নের কথার সূত্র ধরে চলুন, একবার দেখে নেওয়া যাক দুই গ্রুপের টেবিলটা। গ্রুপ ‘ওয়ান’ এর শীর্ষ দল ইংল্যান্ড। তিন ম্যাচের তিনটি জিতে শতভাগ সাফল্যের সঙ্গে ৬ পয়েন্ট নিয়ে সবাইকে ছাড়িয়ে তারা। গতবারের ফাইনালিস্টরা ঠিক চ্যাম্পিয়নের মতো খেলা খেলেছে এখন পর্যন্ত। নেট রান রেটও এত ভালো যে, সেমিতে প্রায় উঠেই গেছে বলা যায়। তিন ম্যাচে দুই জয় ও এক হার নিয়ে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার পয়েন্ট এখন সমান। প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া দাপটের সঙ্গে জিতলেও ইংল্যান্ডের বিপক্ষে তাদের দুর্বলতা প্রকাশ হয়ে গেছে। আর দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচ জিতলেও এখনো তাদের ঠিক চ্যাম্পিয়ন হওয়ার মতো দল বলা যাচ্ছে না। এই গ্রুপ থেকে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এখনো আশা ধরে রেখেছে। আশা আছে শ্রীলঙ্কারও। দুই দলই সমান দুটি করে ম্যাচ হেরেছে। জিতেছে একটি করে খেলায়। সমান ২ পয়েন্ট তাদের। কাগজে কলমের অবিশ্বাস্য সমীকরণে বাংলাদেশের আশা এখনো বেঁচে থাকলেও তাদের গ্রুপের সেরা দুই দলের একটি হওয়া প্রায় অসম্ভবের কাছাকাছি। টানা তিন ম্যাচে জিতে সেমিফাইনালে প্রায় উঠেই গেছে পাকিস্তান

এবার চোখ রাখুন গ্রুপ ‘টু’তে। এই গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়েই ফেবারিটের স্বীকৃতি পেয়ে গেছে পাকিস্তান। এরপর খেলেছে আরও দুটি ম্যাচ। নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে রীতিমতো থ্রিলার জিতেছে তারা। বিরাট চাপ নিয়েও জেতার মতো শক্ত মানসিকতা প্রমাণ করেছে পাকিস্তান। টানা তিন ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে একরকম উঠেই আছে। প্রথম ম্যাচের সঙ্গে ভারতের দ্বিতীয় ম্যাচের ব্যবধানটা প্রায় সপ্তাহ খানেকের। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ফেরার লড়াই। এখন পর্যন্ত তাদের কোনো পয়েন্ট নেই। আজ নামিবিয়া-আফগানিস্তান ম্যাচের আগে লেখা হচ্ছে এই রিপোর্ট। সেই হিসেবে দুই দলই একটি করে জয় তুলে নিয়ে ২ পয়েন্ট করে নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান ভাগাভাগি করছে। কিন্তু এই দুই দলের কাউকে সেমিফাইনালিস্ট হিসেবে কল্পনা করা কঠিন। আফগানরা অঘটন ঘটালে ভিন্ন কথা। তা যদি না হয়, তাহলে ভারত বা নিউজিল্যান্ড হবে গ্রুপের অন্য সেমিফাইনালিস্ট। তাদের খেলা একমাত্র ম্যাচে নিউজিল্যান্ড হেরেছে বলে ভারতের মতো পয়েন্টহীন অবস্থা। নামিবিয়ার কাছে হেরে যাওয়া স্কটল্যান্ডকে নিয়ে কেউ বাজি ধরছে না। ২ ম্যাচ খেললেও কোনো পয়েন্ট নেই তাদের।

তা ওয়ার্ন বাদ দিচ্ছেন এই গ্রুপ থেকে নিউজিল্যান্ডকে। আর গ্রুপ ওয়ান বলতে গেলে গ্রুপ অব ডেথও। সেই গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ আর দক্ষিণ আফ্রিকাকে তিনি হিসাবে রাখেননি। এখন দেখতে হবে ওয়ার্নের ভবিষ্যদ্বাণী কতটুকু সত্যি হয় শেষ পর্যন্ত। আপনার সঙ্গে তাঁর ভাবনা কি মিলছে?      

শেয়ার করুনঃ
আপনার মন্তব্য
আরও পড়ুন
×