টেস্ট ক্রিকেটে প্রথম জয়
জয়ের দিনটি ধরে হিসাব করলে ঠিক চার বছর দুই মাস। ২০০০ সালের ১০ নভেম্বর বাংলাদেশের টেস্ট অভিষেক আর প্রথম জয় ২০০৫ সালের প্রথম ১০ জানুয়ারি। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সেই টেস্টটি ছিল বাংলাদেশের ৩৫তম। টেস্টের পঞ্চম দিন দ্বিতীয় সেশনের শুরুর দিকে আসা সেই জয়ের ব্যবধান ২২৬ রান। ঘড়িতে তখন সময় ১২টা বেজে ৫৩ মিনিট। এই ছবিটি বাংলাদেশ দলের জয়োৎসবের। দুই টেস্টের সিরিজের পুরো স্কোয়াডের সঙ্গে যেখানে আছেন কোচ ডেভ হোয়াটমোর, ম্যানেজার এম এ লতিফ ও অন্য সব সাপোর্ট স্টাফ। প্রথম টেস্ট জয়ী দলের ১১ জনের নাম মনে হয় আলাদা করে বলা উচিত: হাবিবুল বাশার (অধিনায়ক), জাভেদ ওমর, নাফিস ইকবাল, মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ, আফতাব আহমেদ, খালেদ মাসুদ (উইকেটকিপার), মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা, তাপস বৈশ্য, এনামুল হক জুনিয়র।