বাংলাদেশের অভিষেক টেস্ট

স্বপ্ন পূরণের পথে প্রথম ধাপ ছিল ১৯৯৭ আইসিসি ট্রফি জয়। সেদিন থেকেই রং লেগেছিল টেস্ট স্ট্যাটাসের স্বপ্নে। যে স্বপ্ন পূরণ হলো ২০০০ সালের নভেম্বরে। দল নির্বাচন নিয়ে নাটক থেকে শুরু করে সেই টেস্টের ম্যাচ রিপোর্টও তাই বারবার পড়ার মতোই এক সুখস্মৃতি।

অভিষেক টেস্টের বাংলাদেশ দল

অভিষেক টেস্টের বাংলাদেশ দল

একটু অবিশ্বাস্যই শোনাবে, সাধারণ অনেক ম্যাচেও যেখানে খেলা শুরুর আগে টিম ফটো তোলাটা এক রকম নিয়ম, সেখানে অভিষেক টেস্টের বাংলাদেশ দলের কোনো টিম ফটো নেই। উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসছেন, চারপাশে উৎসবের ডামাডোল, টিম ফটো তোলার কথা তাই সবাই বেমালুম ভুলে গেছেন। টিম ফটো একটা তোলা হলো বটে, তবে তা চতুর্থ দিনে টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর। ম্যাচটা শেষ হয়ে যাচ্ছে দেখে সময় বাড়িয়ে দিয়েছিলেন আম্পায়াররা। শেষটা হয়েছে ফ্লাডলাইটের আলোয়। ছবিটাও তাই ভালো হয়নি, ক্রিকেটাররাও তখন ক্লান্ত-বিধ্বস্ত। তারপরও ছবিটার ঐতিহাসিক একটা মূল্য তো আছেই। ছবিতে বাঁ থেকে দাঁড়িয়ে: মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন, এনামুল হক, আকরাম খান, আমিনুল ইসলাম, খালেদ মাসুদ, সারওয়ার ইমরান (কোচ), আজিজ আল কায়সার (ম্যানেজার), নাঈমুর রহমান (অধিনায়ক), হাবিবুল বাশার, আল-শাহরিয়ার রোকন, গ্যাভিন বেঞ্জামিন (ফিজিও)। নিচে বসে: জাভেদ ওমর, ফাহিম মুনতাসির, মেহরাব হোসেন, শাহরিয়ার হোসেন, বিকাশ রঞ্জন দাস, রাজিন সালেহ ও মঞ্জুরুল ইসলাম। এঁদের মধ্যে এনামুল, জাভেদ, ফাহিম মুনতাসির, রাজিন সালেহ ও মঞ্জুরুল একাদশে ছিলেন না।


Warning: mysqli_close(): Couldn't fetch mysqli in /mnt/volume_sgp1_05/utpalshuvro/public_html/tags.php on line 206