উৎপল শুভ্র নির্বাচিত পাঠকের লেখা

তবুও তো `লন্ডন ডার্বি`তে চোখ রাখতেই হয়!

এম এইচ মুরাদ

২২ আগস্ট ২০২১

তবুও তো `লন্ডন ডার্বি`তে চোখ রাখতেই হয়!

মৌসুমের দ্বিতীয় সপ্তাহেই মুখোমুখি হচ্ছে চেলসি-আর্সেনাল। পরিসংখ্যান, সাম্প্রতিক ফর্মের আলোকে দু`দলের হালচাল বিশ্লেষণ করেছেন এক পাঠক।

ইংলিশ প্রিমিয়ার লিগ মাঠে গড়িয়েছে মাত্র এক সপ্তাহ। ইতোমধ্যেই দেখা গেছে দুর্দান্ত কিছু ম্যাচ। লিগের কুলীনরাও ভালো-খারাপের মিশেলে দারুণ কিছু ম্যাচ উপহার দিয়েছে। উদ্বোধনী সপ্তাহের ১০ ম্যাচের সবগুলোতেই এসেছে ফল।

মৌসুমের দ্বিতীয় সপ্তাহেই 'সুপার সানডে'-তে মাঠে গড়াচ্ছে লন্ডন ডার্বি। মুখোমুখি লন্ডনের দুই পরাশক্তি চেলসি ও আর্সেনাল। রাত ৯:৩০ মিনিটে মাঠে গড়াবে ম্যাচ। ফুটবলপ্রেমীদের প্রশ্ন এখন একটাই, কে জিতবে মৌসুমের প্রথম 'লন্ডন ডার্বি'?

মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে চোখ রাখলে কিছুটা এগিয়ে রাখতে হচ্ছে আর্সেনালকেই। প্রিমিয়ার লিগে এর আগে ৫৮ বার মুখোমুখি হয়েছে চেলসি-আর্সেনাল। এর মধ্যে আর্সেনাল জয় পেয়েছে ২২ ম্যাচে, বিপরীতে ১৯ জয় চেলসির। গোল অবশ্য চেলসিরই বেশি, তাদের ৭৮ গোলের বিপরীতে আর্সেনালের গোল ৭৭টি। সাম্প্রতিক ফর্মও এগিয়ে রাখছে গানারদেরই, সব ধরনের প্রতিযোগিতা মিলে আর্সেনালের সাথে সর্বশেষ ১৪ ম্যাচে মাত্র তিন জয় চেলসির।

লড়াইটা ডাগআউটেও

তবে পরিসংখ্যান এগিয়ে রাখলেও সাম্প্রতিক পারফরম্যান্স মোটেই স্বস্তি দিতে পারছে না আর্সেনাল বস মিকেল আর্তেতাকে। সময়টা তো একেবারেই তাদের পক্ষে কথা বলছে না। সিজনের প্রথম ম্যাচেই ৭৪ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা ব্রেন্টফোর্ডের কাছে ২-০ তে হেরে লিগ শুরু করেছে তারা। প্রথম পছন্দের দুই ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াং এবং আলেকজান্ডার লাকাজেত অসুস্থতার কারণে লাইনআপের বাইরে ছিলেন; তবে সাকা, পেপে, হোয়াইটরা তাদের ঘিরে জমা প্রত্যাশার সিকিভাগও মেটাতে পারেননি।

অন্যদিকে তাদের প্রতিপক্ষ চেলসি মৌসুমের শুরুটা করেছে উড়ন্ত। প্রথম ম্যাচেই ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। গত মৌসুমে প্রিমিয়ার লিগ জিততে না পারলেও চ্যাম্পিয়নস লিগ জিতেছে টমাস টুখেলের চেলসি। নতুন মৌসুমের শুরুতেই জিতেছে উয়েফা সুপার কাপ। কান্তে, জর্জিনহো, হাভার্ট, মাউন্টদের নিয়ে গড়া চেলসির মিডফিল্ড শক্ত ছিল এমনিতেই, আক্রমণভাগের দুর্বলতা কাটাতে ১১৫ মিলিয়ন ইউরোতে ইন্টার মিলান থেকে দলে ভিড়িয়েছে রোমেলু লুকাকুকে। তাই পরিসংখ্যানে যা-ই লেখা থাকুক, টুখেলের চেলসিকে আটকাতে হিমশিম খাওয়ারই কথা অগোছালো আর্সেনালের।

তা সেটা গত মৌসুমেও খাওয়ার কথা ছিল। এবং, ম্যাচের স্কোরকার্ড বের করে দেখা যাচ্ছে, ২০২০-২১ মৌসুমের চেলসি-আর্সেনাল ম্যাচের ছয় পয়েন্টই গেছে মিকেল আর্তেতার ঘরে! আজ কী হবে, জানতে তাই ম্যাচে নজর রাখতেই হচ্ছে।

কার লাইন-আপ কেমন হবে?

করোনা-সংক্রমিত হয়ে চেলসি স্কোয়াডের বাইরে চলে গেছেন নিয়মিত মুখ ক্রিস্টিয়ান পুলিসিচ। বাইরে থাকা ফুটবলারদের তালিকা করতে বসলে আর্তেতাই অবশ্য দাঁড় করাবেন লম্বা লিস্ট। ইনজুরি এবং কোভিড-১৯এর আক্রমণে একাদশ গঠন করাই তো কঠিন হয়ে পড়েছে তাঁর জন্য। অবামেয়াং,লাকাজেতে, উইলিয়ানকে তিনি পাচ্ছেন না এই ম্যাচেও।

চেলসির সম্ভাব্য একাদশ: (৩-৪-৩)

-এদুয়ার্দো মেন্ডি

-আন্তোনিও রুডিগার, থিয়াগো সিলভা/ক্রিস্টেনসেন, ক্যালভাও

-সিজার আজপিলিকুয়েতা, জর্জিনহো, এনগোলো কান্তে/ মাতেও কোভাচিচ, মার্কাস আলোনসো

-ম্যাসন মাউন্ট, টিমো ভার্নার/কাই হাভার্ট, রোমেলু লুকাকু

আর্সেনালের সম্ভাব্য একাদশ: (৪-২-৩-১)

-পিটার লেনো

-বেন হোয়াইট, পাওলো মারি, কিয়েরন টিয়েরনি, ক্যালাম চ্যাম্বার্স

-গ্রানিত ঝাকা, আলবার্ট লোকঙ্গা

-নিকোলাস পেপে, এমিলি স্মিথ রো, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি

-বুকায়ো সাকা

শেয়ার করুনঃ
আপনার মন্তব্য
আরও পড়ুন
×