আবার সেই মারাকানায়
                        		মারাকানা একটা নদীর নাম, কিন্তু ফুটবল-বিশ্ব তো মারাকানাকে স্টেডিয়াম হিসেবেই চেনে। ২০১৪ বিশ্বকাপ কাভার করতে গিয়ে মারাকানায় এতবার গিয়েছিলেন যে স্টেডিয়ামটা উৎপল শুভ্র হাতের তালুর মতোই চিনে ফেলেছিলেন। রিও অলিম্পিক কাভার করতে সেখানে যেতেই তাই তাঁকে পেয়ে বসল নস্টালজিয়ায়, মনে পড়ছিল হিল্ডারডো বেলিনির ওই অমর ছবিটার পেছনের গল্পও।