প্রথম নয় শ রানের ইনিংস যে টেস্টে, সেই টেস্টে রেকর্ড হয়েছিল আরও বেশ কয়েকটা। দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড তো বটেই, সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড গড়েছিলেন ইংল্যান্ডের লেন হাটন, ফ্লিটউড-স্মিথ এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড...সবচেয়ে বিস্ময়কর রেকর্ডটি অবশ্যই অস্ট্রেলিয়ার ১ ইনিংস ও ৫৭৯ রানের পরাজয়। শেষ দুটি এখনো ভাঙেনি। ১৯৩৮ সালের ওভাল টেস্ট তাই ফিরে ফিরে দেখার মতোই।