ইএসএলের পরিকল্পনা বাস্তবায়িত হলে খেলার মূল যে চেতনা–ওপেন কমপিটিশন–অর্থ, ক্ষমতা আর লোভের কাছে সেটিই তো এখানে হারিয়ে যাচ্ছে। ইউরোপের ছোট একটা ক্লাবও তো স্বপ্ন দেখতে পারে, একদিন তারা চ্যাম্পিয়নস লিগে খেলবে। সেই স্বপ্ন বাস্তব হওয়ার অনেক রোমান্টিক গল্পের সাক্ষীও তো হয়ে আছে ফুটবল। ইএসএলের পরিকল্পনা বাস্তবায়িত হলে সেটাই তো হারিয়ে যাবে। সব মিলিয়ে ফু্টবল এমন সংকটে এর আগে কোনোদিন পড়েনি।