সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল যখন হাতছানি দিয়ে ডাকছে, তখনই সর্বনাশ! গোলকিপার লাল কার্ড দেখায় বাংলাদেশ ১০ জনের দল, ৮৮ মিনিটে বিতর্কিত পেনাল্টিতে নেপালের সমতা ফেরানো। যে ম্যাচ দেখার পর থেকে আফসোসে পুড়তে থাকা কোচ সাইফুল বারী টিটু খেলায় ভাগ্যের গুরুত্ব আবার নতুন করে উপলব্ধি করছেন। সঙ্গে খুঁজে বেড়াচ্ছেন একটা প্রশ্নের উত্তরও...রাকিব অমন একটা ব্যাক পাস কেন দিতে গেলেন?