যে পাকিস্তানের বিপক্ষে ষোলো বছরে কোনো জয় ছিল না, সেই পাকিস্তানকেই ৩-০ হারিয়ে ‘বাংলাওয়াশ’! পরের দিন দুপুরে হোটেল সোনারগাঁওয়ে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার এই একান্ত সাক্ষাৎকার। যা শুধু টাটকা সাফল্যেই সীমাবদ্ধ থাকেনি। বাংলাদেশ দলের অতীত, বিভিন্ন সময়ে প্রতিপক্ষ দলগুলোর কাছ থেকে পাওয়া তাচ্ছিল্য, তাঁর অধিনায়কত্ব দর্শন, ধীরে ধীরে খেলোয়াড়দের মানসিকতায় পরিবর্তন....এমন আরও অনেক কিছুই উঠে এসেছিল এতে।