ফুটবল মাঠে যা কিছু করা সম্ভব, করেছেন সবই। ফুটবল খেলে যা কিছু পাওয়া সম্ভব, পেয়েছেন সবই। যা কিছু জেতা সম্ভব, জিতেছেন সবই। না, সব জিততে পারেননি। একটা অপ্রাপ্তির হাহাকার সব সময়ই ঘিরে থেকেছে তাঁকে। একটা প্রশ্নও। বিশ্বকাপ জিততে না পারলে কীভাবে তুমি পেলে-ম্যারাডোনার পাশে বসবে?