যে ইন্টারভিউ দিয়ে ক্যাপ্টেনসি হারিয়েছিলেন নান্নু
                        		মাস পাঁচেক পরই ১৯৯৪ আইসিসি ট্রফি। প্রথম তিনে থাকলেই বিশ্বকাপ ক্রিকেট, বাংলাদেশ তখন স্বপ্নে বিভোর। কোচ হিসেবে এসেছেন ভারতের মহিন্দর অমরনাথ। জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়দের নিয়ে গড়া বিসিসিবি একাদশ ঘুরে এসেছে ভারত। হায়দরাবাদে মঈন-উদ-দৌলা গোল্ডকাপে খেলা ছাড়াও সেখানে ও পরে বোম্বেতে খেলেছে বেশ কয়েকটি ম্যাচ। ফলাফল খুশি হবার মতো কিছু নয়। কেন এমন হলো? ১৯৯০ সাল থেকে জাতীয় দল এবং সেই সফরে বিসিসিবি একাদশের অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু কারণগুলো অকপটে খুলে বলেছিলেন উৎপল শুভ্রকে। এরই জের হিসেবে অধিনায়কত্ব হারাতে হয় নান্নুকে।