অলিম্পিকে এসে নিজের সেরা টাইমিং করলেন জুয়েল
                        		অন্তত একদিনের জন্য হলেও আলেকজান্ডার পোপভ, পিটার ফন হুগেনব্যান্ডের পাশে বসেছিলেন বাংলাদেশের জুয়েল আহমেদ! `কীর্তি` গড়ে নয় অবশ্যই, ৫০ মিটার ফ্রি স্টাইলের প্রথম হিটে বাদ পড়েছিলেন তিনজনই। জুয়েলের বাদ পড়া, ৮৩ জনের মাঝে ৬৩তম হওয়া অবশ্য খুবই স্বাভাবিক। গিয়েছিলেনই তো নিজের সেরা টাইমিং গড়ার লক্ষ্য নিয়ে!