কিউইদের দেশে বাংলাদেশের প্রথম টেস্ট।
গত পাঁচ বছরে নিউজিল্যান্ডে চতুর্থ দ্বিপাক্ষিক সিরিজ। তবে নিউজিল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে এখনও কোনো জয় দেখেনি বাংলাদেশ। সবমিলিয়ে মোট ৩২ ম্যাচের সবকটিই হেরেছে টাইগাররা। ১ জানুয়ারি থেকে মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। সে টেস্টে টাইগারদের জয় পাবার সম্ভাবনা কতটুকু?