খেলার আনন্দে খেলা, সবার জন্য খেলা

উৎপল শুভ্র

৬ মার্চ ২০২১

খেলার আনন্দে খেলা, সবার জন্য খেলা

হার-জিত না থাকলে কি আর খেলার মজা আছে! প্রতিযোগিতামূলক খেলার প্রাণই তো জয়ের জন্য সর্বস্ব নিংড়ে দেওয়া। তবে খেলা কি শুধু এ কারণেই? নাকি খেলার মূল সুর হওয়া উচিত, খেলা হবে খেলার আনন্দে এবং তার কোনো বয়ঃসীমা থাকবে না। বড়রা খেলবে শরীর-মনের যত্ন নিতে। আর শিশু-কিশোরেরা মনের আনন্দে। সময় এসেছে হারিয়ে যেতে বসা সেই খেলার আনন্দে খেলার সময়টা ফিরিয়ে আনার। খেলা বলতে সবাই বুঝবে—খেলার জন্য খেলা। আনন্দের জন্য খেলা। সবার জন্য খেলা। তা নিশ্চিত করতে হোক না একটা সামাজিক আন্দোলন। উৎপলশুভ্রডটকম হয়ে উঠতে চায় এই আন্দোলনের মঞ্চ।

শেয়ার করুনঃ
আপনার মন্তব্য
আরও পড়ুন
×