‘আমি কত স্যাক্রিফাইস করছি, মানুষ এটা দেখে না’
সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্নের শেষ নেই। ক্রিকেটটা কি আগের মতোই তাঁর অগ্রাধিকার তালিকার শীর্ষে আছে, নাকি শুধু খেলার জন্যই খেলেন? এনডোর্সমেন্টের বাজার ধরে রাখার ব্যাপার না থাকলে কি আদৌ খেলতেন ক্রিকেট? বায়োপিক দিয়ে শুরু তিন পর্বের ইন্টারভিউয়ের প্রথম পর্বে এই অপ্রিয় প্রশ্নগুলোও এসেছে। সাকিব সম্ভবত প্রথমবারের মতো মেলে ধরেছেন তাঁর কষ্টের ডালা। স্ত্রী-সন্তানকে সাত সমুদ্র তের নদী ওপারে রেখে মাসের পর মাস একা থাকার কষ্ট, যখন ফ্যামিলির কাছে ফিরে যাওয়ার পর তাঁর মেয়ে তাঁকে `মামা` বলে ডাকে।