চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেই রোমাঞ্চকর সব ম্যাচ

কার্ল আনকা

২৫ আগস্ট ২০২১

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেই রোমাঞ্চকর সব ম্যাচ

চ্যাম্পিয়নস লিগ তো এমনিতেই রোমাঞ্চে ভরা। তবে এই মৌসুমের ম্যাচগুলো রোমাঞ্চ ছড়াবে আরও বেশি, হেভিওয়েট দলগুলোর লড়াই দেখা যাবে গ্রুপ পর্বেই। কেন? `দ্য অ্যাথলেটিক` জানাচ্ছে সেটিই।

ইউরোপীয় ক্লাব ফুটবল শুরু হয়ে গেছে দিন পনেরো আগেই। সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে শুরু হয়ে যাবে উয়েফা চ্যাম্পিয়নস লিগও। তবে কে কার বিপক্ষে খেলবে, কবে খেলবে…সে সমস্ত প্রশ্নের উত্তর জানতে এখনো বাকি। যা জানা যাবে আগামীকাল বৃহস্পতিবার, বাংলাদেশ সময় রাত দশটায়।

এখন তাই চলছে ড্রয়ের আগে শেষ মুহূর্তের জল্পনা-কল্পনা। আর তা করতে গিয়েই দেখা যাচ্ছে, এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বটা অন্য যে কোনোবারের চেয়েই আকর্ষণীয় হতে যাচ্ছে। কারণটা পুরো লেখা পড়লে আপনিও বুঝতে পারবেন।

১. স্পেন, ইতালি, ফ্রান্সে আন্ডারডগদের শিরোপা জয়

বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের দ্বৈত রাজত্ব ভেঙে লা লিগা শিরোপা জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ; ওদিকে সিরি 'আ'র শিরোপা গেছে ইন্টার মিলানের ঘরে; ফ্রেঞ্চ লিগেও ঘটেছে অভাবনীয় ঘটনা, লিলের কাছে শিরোপা হারিয়েছে প্যারিস সেন্ট-জার্মেই। গত মৌসুমের এই ফলগুলোর প্রভাব পড়তে যাচ্ছে এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ড্রয়ে। যে দলগুলো ১ নম্বর পটেই জায়গা পেত এতদিন, তারা নেমে গেছে ২ নম্বর পটে।

এই পট পরিবর্তনের পেছনে লা লিগার দুই ক্লাবের ভূমিকাই বেশি। অ্যাটলেটিকো মাদ্রিদের লিগ চ্যাম্পিয়ন হওয়া তো আছেই, স্প্যানিশ ভিয়ারিয়াল এর চেয়েও বড় নাড়া দিয়েছে উয়েফা ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে। লা লিগায় সাত নম্বরে থেকে শেষ করা উনাই এমেরির দলের এবার খেলার কথা ছিল উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের প্রথম আসরে, সেই দলটাই এখন চ্যাম্পিয়নস লিগের ড্রয়ে উঠে এসেছে প্রথম আট দলের মাঝে।

এর মানেটা দাঁড়াচ্ছে, পট দুইয়ে জায়গা হচ্ছে এমন আট দলের, যার সাতটিরই অবস্থান উয়েফা কো-এফিশিয়েন্ট র‍্যাঙ্কিংয়ের সেরা এগারোতে। বাকি দলটা, অর্থাৎ বরুসিয়া ডর্টমুন্ডও খুব একটা পিছিয়ে নেই, আছে ১৬ নম্বরে। হ্যাঁ, বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ এখন আর এক দশক আগের পরাক্রমশালী দল নেই, ইন্টার মিলানও তাদের কয়েকজন তারকা খেলোয়াড়কে হারিয়েছে, কিন্তু তাই বলে তাদের সমর্থকদের আকাঙ্ক্ষা বা ক্লাবের মর্যাদা তো আর কমে যায়নি। এই দলগুলোর সঙ্গে এক নম্বর পটের আট দলের একটাকে ফেলে দেখুন, সেটাকে 'গ্রুপ অব ডেথ' না বললেও 'গ্রুপ অব প্রেস্টিজ' তো বলতেই হবে।

ছবি: গেটি ইমেজেস

আর উয়েফার যে নিয়ম, একই দেশের দুটি দল এক গ্রুপে থাকবে না, গ্রুপ পর্বেই তাই জিবে জল আনা ম্যাচ দেখার সম্ভাবনা বেড়ে যাচ্ছে অনেক। গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগজয়ী চেলসি কিংবা ইংলিশ প্রিমিয়ার লিগজয়ী ম্যানচেস্টার সিটি তাই পাচ্ছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, জুভেন্টাস, পিএসজি, সেভিয়া কিংবা ডর্টমুন্ডের যেকোনো একটিকে। ম্যানচেস্টার ইউনাইটেড অথবা লিভারপুলের ভাগ্যে পড়বে ইন্টার, লিল, ভিয়ারিয়াল, বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদের যেকোনো একটি।

২. সম্প্রচার নীতিমালার খড়্গ

উয়েফার ওয়েবসাইট বলছে, 'টিভি দর্শকের চাহিদার ওপর' ভিত্তি করে ক্লাবগুলোর মাঝে জুটি বাঁধা হবে, সে জুটির আলোকেই ক্লাবগুলোর ম্যাচ মঙ্গলবার কিংবা বুধবারে ফেলা হবে। এমন জুটি বাঁধার কারণটা আসলে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের স্বার্থ। মঙ্গলবারে সব হেভিওয়েটদের লড়াই পড়ে গেল, আর বুধবারে নামে-ভারে কম ওজনদার দলগুলোই খেলল; এই পরিস্থিতি এড়াতেই এই সিদ্ধান্ত।

গতবারই যেমন, চ্যাম্পিয়নস লিগের ৩২ দল নিশ্চিত হতেই একই অ্যাসোসিয়েশন থেকে দুই কিংবা এর বেশি জায়গা পাওয়া দলগুলোর মাঝে বাঁধা হয়েছিল জুটি। পরে আট গ্রুপের প্রথম চারটিকে ব্র‍্যাকেটবন্দি করা হয়েছিল লাল রঙ এবং পরের চারটিকে নীল রঙ দিয়ে। তো এক নম্বর পটের দলগুলো যখন গ্রুপ পেয়ে গেল, তখন বাকি ২৪ দলের জন্য হাজির হলো তিন নিয়ম। এক. একই দেশের অন্য ক্লাবগুলোকে একই গ্রুপে জায়গা দেওয়া যাবে না। দুই. গ্রপিংয়ের আগে এক নম্বর পটের ক্লাবটার সঙ্গে জুটি বাঁধা ক্লাবটিকে সরিয়ে নিতে হবে ভিন্ন ব্র‍্যাকেটে। তিন. একই রাতে একই শহরের দুই দলের ম্যাচ রাখা যাবে না।

তাই, বায়ার্ন মিউনিখ যখন জায়গা পেল 'এ' গ্রুপে, ডর্টমুন্ড সরে গেল গ্রুপ 'ই' থেকে 'এইচ'-এর ব্র‍্যাকেটে (শেষ পর্যন্ত ডর্টমুন্ড জায়গা পেয়েছিল এফ গ্রুপে)। রিয়াল মাদ্রিদ গ্রুপ বি-তে জায়গা করে নেওয়ায় বার্সেলোনা জি গ্রুপে গিয়ে মুখোমুখি হলো জুভেন্টাসের। আর গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ড্র আদ্যোপান্ত দেখলে আপনিও নিশ্চয়ই খেয়াল করেছেন, ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছিল অপ্রত্যাশিত প্রতিপক্ষ। কারণ, লিভারপুল গ্রুপ ডি-তে জায়গা পাওয়াতে রেড ডেভিলদের কেবল 'নীল' দলগুলোকেই পাওয়ার সুযোগ ছিল।

চ্যাম্পিয়নস লিগের ড্র বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দশটায়। ছবি: গেটি ইমেজেস

৩. নিচের পটের 'অদ্ভুত' এক নিয়ম
২৬ দল নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। গত রাতে চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করেছে ইয়াং বয়েজ, মালমো এবং বেনফিকা। আজ রাতে প্লে-অফের শেষ তিন ম্যাচের পর সম্পূর্ণ হবে তিন ও চার নম্বর পট। পোর্তো, আয়াক্স, রেড বুল লাইপজিগ, আটালান্টা, জেনিত সেন্ট পিটার্সবার্গের তিন নম্বর পটে জায়গা পাওয়া নিশ্চিত। গত রাতে পিএসভি আইন্দহোফোনের সঙ্গে গোলশূন্য ড্র করেও প্রথম লেগে এগিয়ে থাকায় তিন নম্বর পটে জায়গা নিশ্চিত করেছে বেনফিকা। এবং এখানেই বেঁধে যাচ্ছে জট। এমনিতে ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন হওয়াতে ডায়নামো কিয়েভ এবং বেসিকতাসেরই তিন নম্বর পটে জায়গা পাওয়ার কথা। কিন্তু তাদের ভাগ্যটা তো তাদের হাতে নেই। যদি প্লে-অফের শেষ তিন ম্যাচে জয়ী দলের নাম হয় শাখতার দোনেৎস্ক, আরবি সালজবুর্গ এবং ডায়নামো জাগরেভ; তবে ডায়নামো কিয়েভ এবং বেসিকতাসকে গিয়ে চার নম্বর পটে যোগ দিতে হবে এসি মিলান, ব্রাগ, উলফসবুর্গের সঙ্গে। কারণ, উয়েফা কো-এফিশিয়েন্ট র‍্যাঙ্কিংয়ে তারা ওই চার দলের পেছনে আছে।

৪. রাশান ফুটবলের পড়তি মান
রাশিয়ার মতো শীতপ্রধান দেশগুলোতে যেন গ্রুপ পর্বের শেষ ম্যাচ না পড়ে, চ্যাম্পিয়নস লিগের ড্রয়ে এমন একটা প্রভাবক আগে থেকেই ছিল। এবার যোগ হয়েছে আরও একটা সূচক। ২০১৮ বিশ্বকাপের পর থেকেই রাশান ফুটবলের মান পড়তির দিকে। আর রাশিয়ার সর্বনাশেই পর্তুগালের পৌষ মাস। উয়েফা কো-এফিশিয়েন্ট র‍্যাঙ্কিংয়ে পর্তুগালের প্রিমেরা লিগ উঠে গেছে রুশ লিগের ওপরে। যে কারণে পর্তুগাল থেকে এই মৌসুমে দেখা যাবে তিনটি দল।

এটা কিভাবে ড্রয়ে প্রভাব রাখবে? আগেই বলা হয়েছে, একই অ্যাসোসিয়েশনভুক্ত দুই কিংবা এর বেশি দল সুযোগ পেলে জোড় বাঁধা হবে তাদের মাঝে। বিপরীতে যে দেশগুলো থেকে একটা মাত্র ক্লাব সুযোগ পেয়েছে, তাদেরকে নড়িয়ে নিয়ম ঠিক রাখাই সহজ হবে। যে কারণে, শুধু শেষ ষোলতে জায়গা পাওয়ার লড়াইতেই নয়, গ্রুপ পর্বে তৃতীয় স্থান পেয়ে ইউরোপা লিগে জায়গা করে নেওয়া নিয়েও এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে।

সেপ্টেম্বরের ১৪ তারিখ থেকে শুরু হওয়া উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের খেলা শেষ হবে ডিসেম্বরের ৮ তারিখ। সময়টা জানিয়ে দেওয়াতে লেখককে ধন্যবাদ জানাচ্ছেন নিশ্চয়ই, এত তথ্য জানার পর এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেও তো চোখ রাখতেই হবে আপনাকে!

​​​​​​*'দ্য অ্যাথলেটিক' থেকে ভাষান্তর: রিজওয়ান রেহমান সাদিদ

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
আপনার মন্তব্য
আরও পড়ুন
×