ইউরো ২০২০: শেষ ষোলোর লড়াই কবে-কোথায়-কখন?
গ্রুপ পর্ব শেষে শুরু হয়ে যাচ্ছে বাঁচা-মরার লড়াই। জেনে নিন দ্বিতীয় রাউন্ডে কবে, কোথায়, কোন খেলা।
৩৬ ম্যাচের ধুন্ধুমার লড়াই শেষে ইউরো পেয়েছে দ্বিতীয় রাউন্ডের ১৬ দলের দেখা। কোনো চমকজাগানিয়া নাম অবশ্য নেই সেখানে, টুর্নামেন্ট শুরুর আগে ১৬টি দলের নাম লিখতে বললে লিখতে হতো এই দলগুলোর নামই। আগামী ২৬ জুন ওয়েলস-ডেনমার্ক ম্যাচ দিয়ে শুরু হয়ে যাবে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই। নকআউট পর্বের রোমাঞ্চ উপহার দিতে কবে-কোথায়-কখন মাঠে নামছে দলগুলো, জেনে নিন এখান থেকে।




 
										 
										 
										 
										 
										 
										

 
            





 
						 
						 
						 
						 
						