সেমিফাইনাল খেলতে বার্মিংহামে
বার্মিংহামে দেশের প্লেনে চড়তে যেতে হবে, না সেমিফাইনাল খেলতে---সংশয় ছিল এ নিয়েই। অস্ট্রেলিয়াকে হারিয়ে ইংল্যান্ড জানিয়েছিল, বাংলাদেশ যাচ্ছে সেমিফাইনাল খেলতেই। কোচ চন্ডিকা হাথুরুসিংহে যাকে বলে ফেলেছিলেন, `দেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন`। কিন্তু এই অর্জনের উদযাপনটা হয়েছিল খুব সীমিত। বেশির ভাগ খেলোয়াড় হোটেল রুমেই কাটিয়ে দিলেন দিনের পুরোটা, কেউবা গেলেন বাইরে। ভাবভঙ্গিতে মনে হচ্ছিল, অর্জনটা যেন তাঁদের কাছে প্রত্যাশিতই ছিল।