কার্ডিফ রূপকথা: পর্ব ২

সাকিব, সামনে ‘প্রিয়’ প্রতিপক্ষ!

সাকিব, সামনে ‘প্রিয়’ প্রতিপক্ষ!

তখন সাকিব তিন ফরম্যাটেই নাম্বার ওয়ান অলরাউন্ডার। বিশ্বকাপের পর সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিকে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার কোথায় আলোয় ভরিয়ে তুলবেন, উল্টো তিনি নিজেকে হারিয়ে খুঁজছিলেন। ব্যাটিংয়ে ৫ ইনিংস আগেই টানা দুই ম্যাচে ফিফটি আছে (শ্রীলঙ্কার বিপক্ষে), অস্ট্রেলিয়ার বিপক্ষে গত ম্যাচেও বিতর্কিত এলবিডব্লু সিদ্ধান্তে কাটা পড়ার আগে ভালো ব্যাটিং করছিলেন, কিন্তু বোলিংয়ে সেই চেনা সাকিবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না অনেক দিন। দলে এ নিয়ে দুশ্চিন্তাও ছিল। এর আগে যখনই তাঁকে নিয়ে প্রশ্ন উঠেছে, দারুণভাবে ফিরে এসে সেটির জবাব দিয়েছিলেন সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে উৎপল শুভ্র যেন দিব্যচক্ষে দেখতে পাচ্ছিলেন, সাকিব আরও একবার ফিরছেন। নিউজিল্যান্ড সাকিবের প্রিয় প্রতিপক্ষ যে!


Warning: mysqli_close(): Couldn't fetch mysqli in /mnt/volume_sgp1_05/utpalshuvro/public_html/tags.php on line 206