বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস

`কঠিন পর্ব শুরু হলো এবার`

`কঠিন পর্ব শুরু হলো এবার`

১৯৯৭ সালে আইসিসি ট্রফি না জিতলে বা বিশ্বকাপে দুটি জয় না পেলে কিছুতেই কিছু হতো না। মূল কৃতিত্বটা তাই অবশ্যই বাংলাদেশের ক্রিকেটারদের। তবে শুধু পারফরম্যান্স বিবেচনায় নিলে বাংলাদেশ তখনই টেস্ট স্ট্যাটাস পায় না। এজন্য কৃতিত্ব দিতে হবে বাংলাদেশের ক্রিকেট কর্তাদের ‘ক্রিকেট কূটনীতিকেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি সাবের হোসেন চৌধুরী এতে রেখেছেন বড় ভূমিকা। আইসিসির নির্বাহী কমিটির সদস্য হওয়ায় এই লক্ষ্য পূরণের জন্য কাজ করতে অনেক সুবিধাও হয়েছে তাঁর। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়ে যাওয়ার পর লন্ডন থেকে টেলিফোনে দিয়েছিলেন এই সাক্ষাৎকার। যাতে স্বপ্নপূরণের আনন্দের সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছিলেন বাড়তি দায়িত্বের কথাও।


Warning: mysqli_close(): Couldn't fetch mysqli in /mnt/volume_sgp1_05/utpalshuvro/public_html/tags.php on line 206