আজ ভাঙছে মিলনমেলা
                        		অলিম্পিকের সায়াহ্নে এই প্রশ্নটা খুবই স্বাভাবিক, 'এবারের আসর কি ছাড়িয়ে যেতে পেরেছে আগের আসরগুলোকে?' লন্ডন অলিম্পিকেও এই প্রশ্ন উঠেছিল। আইওসির তখনকার সভাপতি প্রশ্নের উত্তরটা দিয়েছিলেন খুব সুন্দর, 'আধুনিক খেলাধুলার জন্ম যে দেশে, তারাই ফেয়ার প্লে ও প্রতিযোগিতার চেতনাকে নবজন্ম দিয়েছে।'