খুদে জাদুকর, আর মাত্র দুটি ম্যাচ...

হাবীব শিথিল

৫ জুলাই ২০২১

খুদে জাদুকর, আর মাত্র দুটি ম্যাচ...

এ নিয়ে টানা চার আসরে কোপার সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা। যার মধ্যে টানা দুবার ফাইনাল খেলেছে। এবং দুবারেই একই প্রতিপক্ষ চিলির কাছে হেরেছে তারা।\r\n\r\nশিরোপা খরা যেন কাটছেই না আকাশী-নীলদের। অপূর্ণতা রয়ে গেছে মেসিরও। দেশের হয়ে একটা আন্তর্জাতিক ট্রফি যে ঘরে নেই

এ নিয়ে টানা চার আসরে কোপার সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা। যার মধ্যে টানা দুবার ফাইনাল খেলেছে। এবং দুবারেই একই প্রতিপক্ষ চিলির কাছে হেরেছে তারা।

শিরোপা খরা যেন কাটছেই না আকাশী-নীলদের। অপূর্ণতা রয়ে গেছে মেসিরও। দেশের হয়ে একটা আন্তর্জাতিক ট্রফি যে ঘরে নেই তাঁর। যাঁর ঝুলিতে ছয়-ছয়টা ব্যালন ডি'অর, চারটা চ্যাম্পিয়নস লিগ শিরোপা; সেই মেসির ঝুলিতে নেই দেশের হয়ে একটা ট্রফিও। তাই তো সেরা ফুটবলার মেসির দেশের হয়ে একটা ট্রফি পাওয়ার জন্য কোটি কোটি ভক্তের একটাই চাওয়া, ট্রফিটা ছুঁয়ে দেখুন মেসি।

সেই স্বপ্নের ট্রফিটা মেসি ছুঁয়ে দেখতে পারেন আর দুই ম্যাচ পরেই। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে কোপা আমেরিকার সেমিতে উঠেছে আলবিসেলেস্তেরা। সেমিতে আকাশি-নীলদের প্রতিপক্ষ কলম্বিয়া। আর্জেন্টিনার ভক্তরা এবার ট্রফি ছুঁয়ে দেখার স্বপ্ন দেখতেই পারেন।

মেসি একবার বলেছিলেন, ক্লাবে জেতা সব ট্রফির বিনিময়ে হলেও দেশের হয়ে একটা শিরোপা জিততে চান। মেসির দারুণ ফর্মও বলে দিচ্ছে, দেশের হয়ে একটা শিরোপা জেতার জন্য তিনি কতটা মরিয়া। এবারের আসরে এখন চার গোল করে সর্বোচ্চ গোল মেসির, অ্যাসিস্টও করেছেন চারটা।

খুদে জাদুকর, আর মাত্র দুটি ম্যাচ জ্বলে ওঠো। অসংখ্য রূপকথার গল্প হয়ে যাবে তখন বিশ্বে...

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
আপনার মন্তব্য
আরও পড়ুন
×