মেসিকে নিয়ে এক ভক্তের চিঠি

শিহাব রহমান

১ ডিসেম্বর ২০২১

মেসিকে নিয়ে এক ভক্তের চিঠি

মেসির সপ্তম ব্যালন ডি’অর জয়ের পর এক ভক্তের লেখায় আর্জেন্টিনায় অদ্ভুত একটা আইনের কথা আছে। আসলেই কি এমন কিছু হয়েছে? বিশ্বাস করা একটু কঠিনই, আবার মেসির জন্য সবই সম্ভব।

শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সপ্তমবারের মতো ব্যালন ডি’অর খেতাব জয় করেন লিওনেল মেসি।

যদি আপনাদের প্রশ্ন করা হয়, বর্তমান ফুটবলারদের মধ্যে আপনার প্রিয় খেলোয়াড় কে?

নিশ্চিতভাবে তিনটি নামই সবচেয়ে বেশি আসবে:

১. লিওনেল মেসি
২. ক্রিস্টিয়ানো রোনালদো 
৩. নেইমার

যদি কেউ বর্তমান ফুটবলের বিন্দুমাত্র কোনো খোঁজখবর জানেন, তবে নিশ্চিত করে বলা যায়, এই তিনজনকে তিনি চেনেন কিংবা অন্তত নাম শুনেছেন ।

লিওনেল মেসি কতটা জনপ্রিয় ফুটবলার? একটা ঘটনা থেকেই তা বোঝা যাবে। আর্জেন্টিনায় মেসির নাম সংক্রান্ত একটা আইন করা হয়েছে যে, সদ্যোজাত শিশুদের নাম মেসি রাখা যাবে না । আর্জেন্টিনায় মেসি নামটি এতো বেশি মানুষের নাম হয়ে গেছে যে, বিশেষজ্ঞদের কপালে ভাঁজ পড়ে গেছে, আগামী কয়েক বছরের মধ্যে মেসি নামের মানুষ এত বেশি বেড়ে যাবে যে, প্রত্যেককে আলাদাভাবে চিহ্নিত করাটাই বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে । আপনার আশেপাশে একটু খোঁজ নিলে জানতে পারবেন- মেসিকে নিয়ে তার ভক্তদের মধ্যে কতটা উন্মাদনা!

আর সেই লিওনেল মেসির সফলতার খাতায় যোগ হলো আরও একটি খেতাব। 

শেয়ার করুনঃ
আপনার মন্তব্য
আরও পড়ুন
×