যে কারণে বিসিবির পরিচালক হতে চান ফাহিম

শুভ্র.আলাপ

১ অক্টোবর ২০২১

যে কারণে বিসিবির পরিচালক হতে চান ফাহিম

নাজমূল আবেদীন ফাহিম

আগামী ৬ সেপ্টেম্বর বিসিবির নির্বাচন যা একটু উত্তাপ ছড়াচ্ছে, তা ক্যাটাগরি থ্রির একটিমাত্র পরিচালক পদকে ঘিরে। যেটির জন্য প্রার্থী দুজন। আট বছর ধরে এই ক্যাটাগরি থেকে পরিচালক খালেদ মাহমুদ সুজনকে চ্যালেঞ্জ জানিয়েছেন ক্রিকেট কোচ হিসেবেই বেশি পরিচিত নাজমূল আবেদীন ফাহিম। উৎপলশুভ্রডটকমের ইউটিউব শো শুভ্র.আলাপে এসে ফাহিম জানালেন, কেন তিনি বিসিবির পরিচালক হতে চান।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন বেশ কয়েকজনই। জেলা ও বিভাগের ক্যাটাগরি ওয়ানে নির্বাচন হচ্ছে শুধু ঢাকা আর রাজশাহী বিভাগে। ঢাকার ক্লাবগুলো থেকে ১২টি পরিচালক পদের জন্য প্রার্থী হয়েছেন ১৬ জন। তবে বিসিবি নির্বাচনে এ নিয়ে তেমন উত্তাপ নেই। উত্তাপ যা ছড়াচ্ছে, তা কেবল একটা পরিচালক পদ নিয়েই। ক্যাটাগরি-থ্রিতে যেখানে খালেদ মাহমুদ সুজনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছেন নাজমূল আবেদীন ফাহিম।

এর আগে অনেকবার বিশ্লেষক হিসেবে এলেও এবার শুভ্র.আলাপে ফাহিমকে আসতে হলো একটা প্রশ্নের উত্তর দিতে, কেন এলেন নির্বাচনে? শুরুতেই উৎপল শুভ্র একটা সংক্ষিপ্ত পরিচিতির মাধ্যমে নাজমূল আবেদীন ফাহিমের ক্রিকেটীয় প্রোফাইলটা জানিয়ে দিলেন সবাইকে। ১৯৮৮ সালে চা বাগানের লোভনীয় চাকরি ছেড়ে যোগ দিয়েছিলেন বিকেএসপির কোচ হিসেবে। সেখানে ১৭ বছর কাজ করার সময় বাংলাদেশের ক্রিকেটের বেশ কয়েকটি প্রজন্মকে সরাসরি কোচিং করিয়েছেন। ২০০৬ থেকে ২০১৯ পর্যন্ত নানা ভূমিকায় যুক্ত ছিলেন বিসিবির সঙ্গে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন, একবার ছিলেন হেড কোচও। অনেকেরই হয়তো জানা নেই, বয়সভিত্তিক দলগুলোর নির্বাচক থেকে শুরু করে বিসিবির কিউরেটর হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন সাকিব-মুশফিকদের গুরু হিসেবে পরিচিতি পাওয়া ফাহিম। বাংলাদেশের ঘরের মাঠের সিরিজগুলোতে তো বটেই, কাজ করেছেন বিশ্বকাপের মঞ্চেও। এতদিন এসব দ্যুতিহীন কাজ করার পরে তাঁর মনে হচ্ছে, বিসিবির নীতিনির্ধারণী পর্যায়ে গেলে আরও ভালো ভূমিকা রাখতে পারবেন তিনি।

নির্বাচনে দাঁড়ানোও সে কারণেই, 'বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমি কিন্তু অনেক দিন ধরেই ভাবছি। নিসংকোচে গ্ল্যামারহীন কাজগুলো করে গিয়েছি। এগুলো করতে করতেই আমার মনে হয়েছে, আমার মতো যারা অভিজ্ঞ, যারা অনেক কিছু এসেছে, তারা যদি ডিসিশন মেকিংয়ের জায়গায় না আসে, তাহলে আমরা যতই পরিশ্রম করি, আমরা কিছুই করতে পারব না। হয়তো আমাদের চিন্তা-ভাবনায় অনেক কিছু আসে, এটা করা উচিত, ওটা করা উচিত, এটা ঠিক হচ্ছে না, কিন্তু আমরা (যদি নীতিনির্ধারণী পর্যায়ে না থাকি) চিন্তা-ভাবনা দিয়ে কোনো পরিবর্তন কিন্তু নিয়ে আসতে পারব না। এই থেকেই আমার ভাবনায় এসেছে, যদি ওই জায়গাটায় যাওয়া যায়, আমার এতদিনকার পর্যবেক্ষণগুলো শেয়ার করতে পারব।'শুভ্র.আলাপে নাজমূল আবেদীন ফাহিম ও উৎপল শুভ্র

তা এতদিনে দেখার অভিজ্ঞতায় কী কী জিনিস নজরে এলো তাঁর? একটু ঘুরিয়ে প্রশ্নটা এমনভাবেও করা চলে, তিনি দায়িত্ব পেলে কী এমন করবেন, যা এর আগে কেউ, বিশেষত তাঁর প্রতিদ্বন্দ্বী খালেদ মাহমুদ সুজন গত আট বছরে করতে পারেননি?

মনোনয়ন পত্র তোলার দিনই ফাহিম বুঝিয়েছিলেন, সুজনের সঙ্গে কথার লড়াইয়ে নামার আগ্রহ নেই তাঁর। নামলেন না এদিনও। বিসিবি গেম ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করার সময় সুজন ছিলেন সেই কমিটির চেয়ারম্যান। বলার পর এটাও যোগ করলেন, সুজনের সময়ই তাঁকে গেম ডেভেলপমেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে নারী ক্রিকেটের দায়িত্বে। বাংলাদেশের মেয়েরা যে তাঁর সময়েই এশিয়া কাপ জিতেছে, প্রাসঙ্গিক এই তথ্যটাও জানিয়ে দিলেন উৎপল শুভ্র। 

খালেদ মাহমুদ সুজনের সঙ্গে যেহেতু সরাসরিই ভোটের লড়াই হচ্ছে, প্রশ্নটা তাই খুব প্রাসঙ্গিক, ভোটে জিতলে তিনি কী করবেন, সুজন যা করতে পারেননি। আরও কাজ করার সুযোগ ছিল, এমন অনেকগুলো ক্ষেত্রের কথাই বললেন ফাহিম। যার মধ্যে একটা করলেন প্রশ্নের আকারে, বিসিবির কি কোনো গবেষণা সেল আছে? এত বছর ধরে ঢাকা প্রিমিয়ার লিগ হয়ে আসছে, কিন্তু তাতে জয়-পরাজয়ের বাইরে ক্রিকেটারদের পারফরম্যান্সে কেমন উন্নতি হলো, সেঞ্চুরি বেশি হলো না কম হলো, দ্বিতীয় ইনিংসে কি বেশি রান হয়েছে এবার..এসব ডেটা থাকলে না বোঝা যেত, আগের বার তুলনায় উন্নতি হয়েছে না অবনতি। সাম্প্রতিক একটা উদাহরণও দিলেন। বিকেএসপিতে অনূর্ধ্ব-১৮ পর্যায়ের টুর্নামেন্ট চলছে, অথচ এ নিয়ে বাড়তি কিছু করা হয়নি। তিনি দায়িত্বে থাকলে এই দলগুলোর কোচদের নিয়ে একটা ওয়ার্কশপ করতেন। টুর্নামেন্ট শেষে বিশেষ একটা অনুষ্ঠান করে সবাইকে উৎসাহ দেওয়ার জরুরি কাজটাও হয়তো করতেন। প্রসঙ্গক্রমে এটাও জানালেন, ক্রিকেটারদের অনুশীলনের জন্যে বিকেএসপিতে অযত্নে পড়ে থাকা আটটা টার্ফের উইকেট প্রস্তুত করে দিতে বলেছিলেন তিনি, কিন্তু তা করা হয়নি। ক্রিকেটারদের তাই অনুশীলন করতে হয়েছে ইনডোরে।

দায়িত্ব পেলে ফাহিম মনোযোগ দিতে চান ক্রিকেটের এই খুঁটিনাটি জিনিসগুলোতে। নিজের যোগ্যতা সম্পর্কে বললেন, 'আমি গুছিয়ে কাজ করতে পারি।' সঙ্গে যোগ করলেন, তাঁর সঙ্গে কাজ করেছেন এমন সবারই জানা, তিনি খুঁটিয়ে খুঁটিয়ে, বিস্তৃত পরিসরে কাজ করতে পছন্দ করেন। বিসিবিতে গেলেও ধরে রাখতে চান সে ধারাই। নিজের দীর্ঘ অভিজ্ঞতা থেকে বললেন,  'আমাদের দেশের সঙ্গে বাইরের দেশের প্রেক্ষাপট মিলবে না কিন্তু। যদি ওই পর্যায়ে সম্পৃক্ত না থাকে, তাহলে কিন্তু জানবে না, কোথায় কিছু যোগ করা দরকার। খুব সহজ সহজ কিছু সমাধান আছে। এখানে-ওখানে অল্প কিছু বদল আনতে পারলেই হয়ে যাবে।'

নির্বাচনে জিতলে প্রথম কোন কাজটা করতে চান...এক দর্শকের এই প্রশ্নের জবাবে বাংলাদেশ ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের যে কাজটা বছরের বছর ধরে ঝুলে রয়েছে, সেটির কথাই বললেন ফাহিম। উপমা দিয়ে যা বললেন, তা অনেকটা এরকম: বাংলাদেশের ক্রিকেট একটা পিলারের ওপর দাঁড়িয়ে আছে। সেই পিলারটা হলো ঢাকা। এখন সারা দেশে যদি এমন সাতটি পিলার হয়, তাহলেই তো দেশের ক্রিকেটের চেহারা বদলে যাবে। সাতটি পিলার বলতে সাতটি বিভাগ। বিভাগীয় পর্যায়ে প্রয়োজনীয় অনুশীলন সুবিধা, কোচিং দিয়ে সবকিছু একটা কাঠামোর মধ্যে আনলে স্বয়ংক্রিয়ভাবেই ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতাময় হবে। এখন যা আছে, সেটিকে ফাহিম বর্ণনা করছেন 'সাজানো বাগান' বলে। সেই বাগানে অনেক ফুল আবার কাগজের। 

কিন্তু নির্বাচনে কি জিততে পারবেন তিনি? গত আট বছর ধরেই এই পদটা সুজনের অধিকারে। তাঁকে টেক্কা দেওয়ার প্রত্যাশা নিয়েই এসেছেন নির্বাচনে, কিন্তু ভেতরে ভেতরে চাপও কি বোধ করছেন না? কেউ কেউ তো এমনও বলছেন, নির্বাচনে অংশ নিয়েই বিরাট সাহসিকতার পরিচয় দিয়েছেন ফাহিম। ফাহিম সেটা একদমই মনে করছেন না, 'এখানে সাহসের কোনো ব্যাপার আছে বলে মনে হয় না। বরং আমার মনে হয়, সাহসের পরিচয় আমি তখন দিয়েছিলাম, যখন চা বাগানের কাজ ছেড়ে দিয়ে এমন একটা প্রফেশনে ঢুকলাম, যেখানে আমার কোনো ভবিষ্যৎ ছিল না। যেখানে গ্ল্যামার, সোশ্যাল স্ট্যাটাস...কিছুই নাই। আমার মনে হয়, সেটা করতে আমার সাহসের পরিচয় বেশি দিতে হয়েছে। কিংবা ধরুন, এশিয়ান ক্রিকেট কাউন্সিল যখন আমাকে এখানকার চেয়ে তিনগুণ বেশি স্যালারি দিয়ে নিয়ে যেতে চাইল, সেটা প্রত্যাখ্যান করতে আমার বেশি সাহসের পরিচয় দিতে হয়েছে।'কিন্তু এর আগেরবারের সিদ্ধান্তগুলো ছিল একান্ত ব্যক্তিগত। এবারে তাঁর ভাগ্য নির্ধারিত হবে ভোটারদের সিদ্ধান্তে। তাঁকে কি ভোট দেবেন বিসিবির মনোনীত ভোটাররা?

বিসিবির এই ভোটার তালিকা নিয়ে এমনিতেই প্রশ্ন আছে। যে ক্যাটাগরি থ্রিতে নির্বাচন করছেন ফাহিম, সেটির ভোটার তালিকার কথাই ধরুন। বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, বিমান, পুলিশ আর আনসারের প্রতিনিধি ছাড়াও এতে আছেন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পাঁচজন, বিসিবি মনোনীত সাবেক দশ ক্রিকেটার এবং পাঁচ সাবেক অধিনায়ক। সাবেক অধিনায়কদের তালিকায় গাজী আশরাফ হোসেন লিপুর মতো ক্ষুরধার ক্রিকেট-মস্তিষ্কের স্থান হয়নি। সাবেক ক্রিকেটার ও অধিনায়কদের অনেকেই আবার বিসিবিতে চাকরি করেন। ভোটের আগে বিসিবির গৃহীত এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করাটা ফাহিমের জন্য কোনো বুদ্ধিমানের কাজ হতো না। অল্প কথাতেই তাই সারলেন, 'বিসিবির নিজেরই প্রশ্ন করা উচিত, এর চেয়ে ভালো কোনো সিদ্ধান্ত নেওয়া যেত কি না। (যাদের নির্বাচন করা হয়েছে) এদের জায়গায় অন্য কেউ আসতে পারত কি না। বিকল্প ছিল কি না। তবে এখন যখন এসেছে, এটাই মেনে নিতে হবে। এখানে যখন সাবেক ক্রিকেটাররা আছেন, যারাই আছেন, তারা নিশ্চয়ই বোঝার চেষ্টা করবেন, কী করলে বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হবে।'

বর্তমান বোর্ড সভাপতির সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানালেন। বোর্ড সভাপতি নাজমুল হাসান 'নতুন' হিসেবে তাঁকে নির্বাচনে স্বাগত জানিয়ে স্বচ্ছ নির্বাচনের প্রতিশ্রুতিও নাকি দিয়েছেন। উৎপল শুভ্রও অনুষ্ঠান শেষ করলেন একই প্রত্যাশার কথা জানিয়ে।

শেয়ার করুনঃ
আপনার মন্তব্য
আরও পড়ুন
×