যে কারণে বিসিবিতে আরও থাকতে চান সুজন

শুভ্র.আলাপ

২ অক্টোবর ২০২১

যে কারণে বিসিবিতে আরও থাকতে চান সুজন

খালেদ মাহমুদ সুজন

আগের দিনই শুভ্র.আলাপে এসে নাজমূল আবেদীন ফাহিম জানিয়ে গিয়েছিলেন নির্বাচনে তাঁর অংশগ্রহণের কারণগুলো। পরদিন একই মঞ্চে দেখা দিলেন তাঁর প্রতিদ্বন্দ্বী খালেদ মাহমুদ সুজনও। এর আগের দুই নির্বাচনে যিনি একই পদে বিজয়ী হয়ে এসেছেন। কোনো ভূমিকা না করে উৎপল শুভ্র তাঁকে প্রশ্নটা করলেন সরাসরিই, কেন আবারও থাকতে চাইছেন ক্রিকেট বোর্ডে? নতুন করে কী অর্জন করতে চান, যা গত আট বছরেও অর্জন করতে পারেননি?

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন বেশ কয়েকজনই। জেলা ও বিভাগের ক্যাটাগরি ওয়ানে নির্বাচন হচ্ছে শুধু ঢাকা আর রাজশাহী বিভাগে। ঢাকার ক্লাবগুলো থেকে ১২টি পরিচালক পদের জন্য প্রার্থী হয়েছেন ১৬ জন। তবে বিসিবি নির্বাচনে এ নিয়ে তেমন উত্তাপ নেই। উত্তাপ যা ছড়াচ্ছে, তা কেবল একটা পরিচালক পদ নিয়েই। ক্যাটাগরি-থ্রিতে যেখানে খালেদ মাহমুদ সুজনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছেন নাজমূল আবেদীন ফাহিম।

এর আগের দিনই শুভ্র.আলাপে এসে ফাহিম জানিয়ে গিয়েছিলেন নির্বাচনে তাঁর অংশগ্রহণের কারণগুলো। পরদিন একই মঞ্চে দেখা দিলেন খালেদ মাহমুদ সুজনও। এর আগের দুই নির্বাচনে যিনি একই পদে বিজয়ী হয়ে এসেছেন। কোনো ভূমিকা না করে উৎপল শুভ্র তাঁকে প্রশ্নটা করলেন সরাসরিই, কেন আবারও থাকতে চাইছেন ক্রিকেট বোর্ডে? নতুন করে কী অর্জন করতে চান, যা গত আট বছরেও অর্জন করতে পারেননি?

উত্তরটা খালেদ মাহমুদও বেশ গুছিয়েই দিলেন। টেনে আনলেন নিজের খেলোয়াড়ি জীবনের কথা, ক্রিকেটের কাছে তিনি যে ঋণের বোঝা জমা করেছেন, সেসব দেনা চুকাতেই যে ক্রিকেট বোর্ডে আসা তাঁর, জানালেন এমনটাই, 'এই যে এখন আমি আপনার সামনে বসে কথা বলছি, বিসিবির পরিচালক হয়েছি, সেটা বাংলাদেশের জন্য ক্রিকেট খেলেছি বলেই সম্ভবত হয়েছে। তো এখন ক্রিকেটকে আমার দেওয়ার পালা।'শুভ্র.আলাপে খালেদ মাহমুদ সুজন ও উৎপল শুভ্র

কিন্তু আট বছর তো বোর্ডে ছিলেন? আবার কেন? কারণটা নিজের অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করা, 'বোর্ডের যে বিভাগটা আমি সামলাচ্ছি, সেই গেম ডেভেলপমেন্ট তো একটা ধারাবাহিক প্রক্রিয়া। মহামারীর কারণে গত দু'বছরে কিছুই করতে পারিনি। ডেফিনিটলি অনেক কিছুই করতে পারিনি, যেই প্ল্যানগুলো ছিল, এগোতেই পারিনি। এর মধ্যেও বিশ্বকাপকে মাথায় রেখে বিকেএসপিতে দুইটা ক্যাম্প করলাম, সিলেটে একটা ক্যাম্প করলাম। গত বিশ্বকাপজয়ী দলটারও অনেকগুলো ট্যুর ছিল। তবুও গত দুই বছরের লক্ষ্যের অনেকগুলোই বাস্তবায়ন হয়নি। যে কাজগুলো এর আগে বিসিবিতে থেকে করতে পারিনি, সেখান থেকেই আবার শুরু করতে চাই। হাল ধরতে চাই প্যান্ডেমিকের পরে। বাংলাদেশের পাইপলাইনকে আরও নিখুঁত করতে চাই।'

কিভাবে নিখুঁত করা যেতে পারে, তার একটা রূপরখাও উপস্থাপন করলেন শুভ্র.আলাপে, 'আমার খুব শখ, বাংলাদেশের বয়সভিত্তিক দলগুলোর জন্য আলাদা একটা একাডেমি মতো থাকবে। যেখানে কেবল আন্ডার-১৫/১৭/১৯ লেভেলের প্লেয়াররাই ট্রেনিং করবে। অনেক কোচ থাকবে, ইনডোর থাকবে, আউটডোর সেন্টার থাকবে, জিম থাকবে। একটা ক্রিকেট একাডেমি বলতে যেরকম বোঝায়। আমাদের বাছাইকৃত সেরা খেলোয়াড়েরাই সেখানে ট্রেনিং করবে।  ভালো কোচদের অধীনে, নিবিড় অনুশীলন করবে তারা।'

এই একাডেমি দিয়েই বিশ্ব ক্রিকেটে কর্তৃত্ব প্রতিষ্ঠার স্বপ্ন সুজনের। একবার তো প্রশ্নই করলেন, 'কেন আমরা বিশ্ব ক্রিকেটে ডমিনেট করতে পারব না?'খালেদ মাহমুদ সুজনকিন্তু তাঁর বদলে নাজমূল আবেদীন ফাহিম নির্বাচনে জিতলেও কি একই কাজগুলো করতে পারবেন না? সুজনও মানছেন, পারবেন। এমনিতে ফাহিমের সঙ্গে তাঁর গুরু-শিষ্য সম্পর্ক। সুজনের কোচই ছিলেন ফাহিম। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা ভুলে একবার তো মেতে উঠলেন গুরু-বন্দনাতেই, 'একবার শিক্ষক হওয়া মানে সারা জীবনের শিক্ষক হওয়া। ফাহিম ভাই, (সারওয়ার) ইমরান ভাই, মন্টু ভাই…এঁরা তো আমার কোচ। ইমরান ভাইকে ভাই কমই বলি আমি। স্যারই বলি সব সময়। আমার ক্রিকেটিং ফ্রেন্ড-সার্কেলে একটু আগেই আলাপ করছিলাম, "ফাহিম ভাইয়ের অভিজ্ঞতা তো আমি নিতে পারব না"।'

এই অভিজ্ঞতাই আবার ফাহিমের চেয়ে তাঁকে এগিয়ে দিচ্ছে বলে মনে হচ্ছে সুজনের, 'গত আট বছরে ফাহিম ভাইয়ের চেয়ে একটা বিষয়েই আমি এগিয়ে গিয়েছি, সেটা বোর্ডের ডিরেক্টর হিসেবে। সেই এক্সপেরিয়েন্সটা আবার ফাহিম ভাইয়ের চেয়ে আমার বেশি এখন।'

গুরু-শিষ্যর এই লড়াইয়ে সুজনের এখন একটাই চাওয়া, নির্বাচনটা যেন সুষ্ঠু হয়। 'এটা তো পলিটিক্যাল ইলেকশন না কোনো যে দুজন দুই পার্টির হয়ে লড়ছি। তাঁর (ফাহিম) চিন্তাও বাংলাদেশের ক্রিকেট, আমার চিন্তাও বাংলাদেশের ক্রিকেট। আমরা দুজনেই ক্রিকেটের জন্য কাজ করেছি, আমরা ক্রিকেটের মঙ্গল চাই। আমরা চাই, একটা সুস্থ নির্বাচন হোক।'

নির্বাচনই শুভ্র.আলাপের মূল বিষয় হলেও আরও অনেক কিছুই টেনে আনলেন উৎপল শুভ্র। করলেন অনেক অপ্রিয় প্রশ্নও। যেমন বিসিবির পরিচালক হয়েও ক্লাব কোচিং করানো স্বার্থের সংঘাত কিনা, ক্রিকেট বোর্ডে বাংলাদেশের তিনজন সাবেক অধিনায়ক থাকার পরও ঢাকার লিগগুলোতে দিনের পর দিন কিভাবে পক্ষপাতদুষ্ট আম্পায়ারিং হয়ে যাচ্ছে, এর সঙ্গে কীভাবে জড়িয়ে 'ভোটের রাজনীতি'...কোনো প্রশ্নই এড়িয়ে না গিয়ে তাঁর মতো করে জবাব দিয়েছেন খালেদ মাহমুদ সুজন। সে সব না হয় অন্য লেখার জন্যই তোলা থাক।  

শেয়ার করুনঃ
আপনার মন্তব্য
আরও পড়ুন
×