বাবর আজমকে নিয়ে আপনার যত প্রশ্ন

উৎপলশুভ্রডটকম

২২ নভেম্বর ২০২১

বাবর আজমকে নিয়ে আপনার যত প্রশ্ন

বাবর আজম

বাবর আজমের প্রিয় ব্যাট কী? তাঁর আয় কত? বিয়ে করবেন কবে? এমন কত প্রশ্ন পাকিস্তান অধিনায়কের সমর্থকদের মনে। সে সবেরই উত্তর মিলেছে এক ভিডিওতে। সমর্থকদের কৌতূহল মেটাতে যা টুইটারে শেয়ার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এবারের বিশ্বকাপে বাবর আজমের পারফরম্যান্স আর সামনে থেকে দেওয়া নেতৃত্ব আলাদা করে আলোচনায় নিয়ে এসেছে বাবর আজমকে। তাঁর ভক্ত-সমর্থকও বেড়েছে হু হু করে। প্রিয় তারকাকে নিয়ে তাঁদের মনে প্রশ্নেরও শেষ নেই। কিন্তু তা করার পথ কী? 

সমর্থকদের চাওয়া মেটাতে সদা তৎপর পাকিস্তান ক্রিকেট বোর্ড তাই একটা উদ্যোগ নিল। বাবর আজম তাঁকে নিয়ে সবচেয়ে বেশি গুগল করা প্রশ্নগুলোর অকপট উত্তর দিলেন। সেই ভিডিওটাই টুইটারে শেয়ার করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাবর আজমের সেই ভিডিওটা আপনিও দেখতে পারবেন। তবে ওখানে ক্যারিয়ার আর জীবন নিয়ে ভক্তদের প্রশ্নের উত্তরে বাবর কী বলেছেন, তার উল্লেখযোগ্য অংশ জেনে নিতে পারেন এখানেও।

প্রথমেই জানার ছিল, তিনি তো লাহোরের সন্তান। লাহোরের ঐতিহ্যবাহী খাবার খুব প্রিয়। এর মধ্যে সবচেয়ে প্রিয় খাবার কী? বাবরের জবাব, ‘পায়া’। কথা প্রসঙ্গে বাবর জানিয়েছেন, লাহোর শহরটা তিনি খুব পছন্দ করেন। এবং এই শহর যে অনেক বিখ্যাত পাকিস্তানি ক্রিকেট কিংবদন্তি ও টেস্ট ক্রিকেটারের জন্মভূমি, তা-ও মনে করিয়ে দিয়েছেন বাবর।

তাঁর ব্যাট নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাবর জানিয়েছেন, তিনি গ্রে নিকোলস ব্যাট ব্যবহার করেন। ভেন্যু অনুযায়ী বিভিন্ন ওজনের ব্যাট ব্যবহার করেন। তা তাঁর সঙ্গে কয়টা ব্যাট থাকে? বাবর জানাচ্ছেন ‘আমার কাছে ৬-৭টা ব্যাট থাকে। তবে যত বেশি ব্যাট সঙ্গে নিই, আমি ততই বিভ্রান্ত হই। কিন্তু আমি আমার সেরা ব্যাটগুলোই ব্যবহার করি।’

প্রশ্ন তো কত রকমই হয়। বাবরের প্রশ্নগুলো বাছাই করা। এর মধ্যে এই প্রশ্নটা নিয়ে কৌতূহল মনে হয়  সর্বজনীন। বাবরের আয় কত? মানে কত টাকা উপার্জন করেন তিনি? কোনো কূটনীতির ধার না ধেরে বাবর সরাসরিই জানিয়ে দিলেন, এই প্রশ্নের উত্তর তিনি দেবেন না। তবে মজা করে বললেন, ‘তবে আপনি যা মনে করেন, তার চেয়ে কম।’

আরেকটা প্রশ্নও মনে হয় একই রকম কৌতূহলোদ্দীপক। পাকিস্তানের সবচেয়ে এলিজিবল ব্যাচলরদের একজন বাবর আজম কবে বিয়ে করবেন? এবারও নিরাপদ পথেই হেঁটেছেন পাকিস্তানি অধিনায়ক। পাঞ্জাবিতে উত্তর দিয়েছেন, ‘এমনকি আমিও তা জানি না। আমার পরিবার জানে। তবে এই সময়ে আমার পুরো মন ক্রিকেটে।’

এসেছে ক্রিকেট আইডলের কথাও। বাবর আগেও বলেছেন, তাঁকে সবচেয়ে মুগ্ধ করেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। সেই শুরু থেকেই মুগ্ধতাভরে এই দক্ষিণ আফ্রিকানকে অনুসরণ করে এসেছেন তিনি। যাঁর কথা বলতে গিয়ে রীতিমতো আপ্লুত বাবর, ‘তাঁর সময়ের সেরা খেলোয়াড়দের একজন এবং প্রতিটি ক্ষেত্রেই তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।

মাত্র শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান (৩০৩) করেছেন বাবর। বিশ্ব টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও তিনি এক নম্বর ব্যাটসম্যান। আইসিসি নির্বাচিত বিশ্বকাপের সেরা একাদশে পাকিস্তানের একমাত্র খেলোয়াড় হিসেবে স্থান পেয়েছেন বাবর। অধিনায়কও করা হয়েছে তাঁকেই।

শেয়ার করুনঃ
আপনার মন্তব্য
আরও পড়ুন
×