২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্কটল্যান্ডের জার্সি ডিজাইনার ১২ বছরের রেবেকা!

উৎপলশুভ্রডটকম

২০ অক্টোবর ২০২১

স্কটল্যান্ডের জার্সি ডিজাইনার ১২ বছরের রেবেকা!

পুতুল খেলার বয়সেই জাতীয় দলের জার্সি ডিজাইনার! এমনই এক খবরের জন্ম দিয়েছে স্কটল্যান্ডের ১২ বছর বয়সী কিশোরী রেবেকা ডাউনি। তার ডিজাইন করা জার্সি পরেই তো এবার বিশ্বকাপে খেলতে এসেছে স্কটিশরা!

'আমরা বাংলাদেশকে পাপুয়া নিউ গিনি কিংবা ওমান থেকে খু্ব বড় করে দেখছি না।' বিশ্বকাপ শুরুর আগেই এই কথা বলে চমকে দিয়েছিলেন স্কটল্যান্ডের কোচ শেন বার্জার। বাংলাদেশকে হারানোটা তাদের কাছে তাই চমক না হলেও বাংলাদেশকে প্রথম ম্যাচে হারিয়েই অনেককেই চমকে দিয়েছিল স্কটিশরা। তবে এ সবই ছিল মাঠের খেলায়। কিন্তু, এবার তারা চমকে দিল মাঠের বাইরের এক খবরে। ১২ বছর বয়সী এক কিশোরীর ডিজাইন করা জার্সি পরেই নাকি এবারের বিশ্বকাপে খেলতে এসেছে তারা!

স্কটল্যান্ডের জাতীয় প্রতীক- দ্য থিসলের রঙের সঙ্গে মিল রেখে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কটল্যান্ডের জার্সিটি ডিজাইন করেছেন স্কুল শিক্ষার্থী রেবেকা ডাউনি। এক বিবৃতিতে আজ এমনটাই জানিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড। প্রায় ২০০ স্কুল পড়ুয়া শিক্ষার্থীর কাছ থেকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জার্সির ডিজাইন চেয়েছিল ক্রিকেট স্কটল্যান্ড। তাদের মধ্য থেকে মনোনীত হয় রেবেকার করা এই ডিজাইনটি।

জাতীয় দলের খেলোয়াড়রা ওমানের উদ্দেশে দেশ ছাড়ার আগে তাদের সঙ্গে দেখাও করেছেন রেবেকা। এডিনবরায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেবেকা ও তার পরিবার।

জার্সি ডিজাইনের প্রতিযোগিতাটি জেতার পর রেবেকা বলেছিলেন, 'আমি খুবই রোমাঞ্চিত ছিলাম। প্রতিযোগিতায় জেতার কথা প্রথমে বিশ্বাসই করতে পারিনি। আমার ডিজাইন করা জার্সি দেখে আমি সত্যিই অভিভূত। দলের সঙ্গে দেখা করা এবং জিম্বাবুয়ের বিপক্ষে তাদের খেলা দেখাও অন্য রকম অভিজ্ঞতা ছিল। আমি আমার জার্সি পরে প্রতিটি খেলা দেখব এবং বিশ্বকাপের প্রতিটি খেলায় আমার দলকে উৎসাহ দেব।'

স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েটজারও তাঁর অনুভূতির কথা জানাতে ভোলেননি। তিনি বলেন, 'রেবেকা এবং তাঁর পরিবারের সাথে দেখা করে খুব ভালো লাগল। আমরা পুরো স্কটল্যান্ড দল গর্বিত এ জার্সি পরে। বিশ্বকাপে আমরা এ জার্সির মান রাখার চেষ্টা করব। আমি আশা করি,আমাদের সমর্থকরা রেবেকার ডিজাইন করা এ জার্সি পছন্দ করবেন এবং পুরো দলকে বিশ্বকাপ জুড়ে সমর্থন জানাবেন।'

স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজারসহ তার পুরো দল স্কটল্যান্ডের জার্সির মান রক্ষা করছেন এবং ১২ বছরের ডিজাইনার রেবেকা ডাউনিকে দেয়া কথা রক্ষা করছেন। যার শুরুটা হয়েছে বাংলাদেশকে হারিয়ে। আর আজ তো পাপুয়া নিউ গিনিকে হারিয়ে সুপার টুয়েলভের হাতছোঁয়া দূরত্বেই পৌঁছে গেছে।

শেয়ার করুনঃ
আপনার মন্তব্য
আরও পড়ুন
×