২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ

টুর্নামেন্টের মাঝপথে নিয়ম বদলাল আইসিসি

উৎপলশুভ্রডটকম

২০ অক্টোবর ২০২১

টুর্নামেন্টের মাঝপথে নিয়ম বদলাল আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আইসিসি জানিয়েছিল, প্রাথমিক পর্ব পেরোতে পারলেই শ্রীলঙ্কা আর বাংলাদেশকে `শীর্ষ বাছাই` বিবেচনা করা হবে। গ্রুপে চ্যাম্পিয়ন বা রানার্সআপ কোনো বিবেচনা হবে না। ওই নিয়মটা বাতিল করা হলো টুর্নামেন্টের মাঝখানে। নতুন এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়ে দিয়েছে, প্রাথমিক পর্বে গ্রুপ শীর্ষে থেকে শেষ করা দলটাকেই শীর্ষ বাছাই হিসেবে বিবেচনা করা হবে সুপার টুয়েলভের জন্য।

চিরাচরিত নিয়মেই ফেরত গেল আইসিসি, তবে একটু জল ঘোলা করে। আজ এক বিজ্ঞপ্তি পাঠিয়ে আইসিসি জানাল, প্রাথমিক পর্ব পেরোতে পারলে শ্রীলঙ্কা-বাংলাদেশ নয়, বরং গ্রুপের শীর্ষে থাকা দলটাকেই টপ সিড বিবেচনা করা হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ১৭ আগস্ট আইসিসির পাঠানো বিবৃতিতে বলা হয়েছিল, প্রাথমিক পর্বের ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের হিসাব-নিকাশ যেমনই হোক না কেন, যদি 'এ' গ্রুপ থেকে শ্রীলঙ্কা আর 'বি' গ্রুপ থেকে বাংলাদেশ সুপার টুয়েলভে যায়, সেক্ষেত্রে তাদেরই টপ সিড হিসেবে ধরে নেওয়া হবে। এক্ষেত্রে পয়েন্টের বেশি-কম বিবেচনাতেই আসবে না কোনো।

তবে ওই নিয়মটা বাতিল হলো আজ। আইসিসি ফের বিবৃতি পাঠিয়েছে, যেখানে বলা হচ্ছে, 'এ গ্রুপ আর বি গ্রুপের শীর্ষে থেকে শেষ করা দলটাকেই সুপার টুয়েলভের এ-১ এবং বি-১ বিবেচনা করা হবে। আর, এ-২ আর বি-২ জায়গাটা নেবে প্রাথমিক পর্বে দ্বিতীয় স্থানে থেকে শেষ করা দল।'১৭ আগস্টের বিবৃতি

সরলীকরণ করলে যা দাঁড়াচ্ছে, তৃতীয় ম্যাচে ওমানের বিপক্ষে যদি স্কটল্যান্ড জিতে যায়, সেক্ষেত্রে তিন জয় নিয়ে প্রাথমিক পর্বে গ্রুপ 'বি'-র শীর্ষস্থানটা তাদেরই হবে। সুপার টুয়েলভে তারা গিয়ে পড়বে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের গ্রুপে। তখন বাংলাদেশ যদি প্রাথমিক পর্ব উতরাতেও পারে, তবে তাদের ঠাঁই হবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার গ্রুপে। মাঝে প্রণীত নিয়মে যেটা ছিল, বাংলাদেশ প্রাথমিক পর্ব পার করতে পারলেই গিয়ে পড়বে ভারত-পাকিস্তান-আফগানিস্তানের সঙ্গে।

নিয়মের বদলে ভালোই হলো খুব সম্ভবত। নয়তো গ্রুপ পর্বের শীর্ষে থেকে শেষ করার মূল্য থাকত কোথায়? আইসিসির সে বোধোদয় ঘটল অবশেষে, তবে বিশ্বকাপের মতো আসরের মাঝপথে এমন করে নিয়মের বদল আইসিসির গ্রহণযোগ্যতায় একটা প্রশ্নচিহ্ন এঁকে তো গেলই। সূচি অনুমান করে যেসব দর্শক টিকিট কেটে ফেলেছিলেন এরই মধ্যে, তাদের নিয়ে আইসিসি এখন কী করবে, প্রশ্ন তো সেটা নিয়েও আছে।

শেয়ার করুনঃ
আপনার মন্তব্য
আরও পড়ুন
×