উৎপল শুভ্র নির্বাচিত পাঠকের লেখা

প্রতিভা আর কত লুকিয়ে রাখবেন লিটন?

নাসির মাহমুদ

২৪ অক্টোবর ২০২১

প্রতিভা আর কত লুকিয়ে রাখবেন লিটন?

প্রতিভার নিদারুণ অপচয়! ছবি:আইসিসি

এদেশে প্রতিভাবান ট্যাগ লাগিয়ে অনেক ক্রিকেটার এসেছেন, আবার হারিয়েও গেছেন, লিটন দাস নিশ্চয়ই চাইবেন না সেই মিছিল আরও লম্বা হোক। লিটন যে সত্যিকারের প্রতিভাবান, বিশ্বকাপ-মঞ্চ সেটা প্রমাণ করে দেখানোর সবচেয়ে বড় সুযোগ। লিটন এই সুযোগটাও কি হেলায় হারাবেন?

কিছুদিন আগে দেশের এক শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমে লিটন বলেছিলেন 'জীবনে ব্যর্থ হওয়া খুব দরকার, সেখান থেকে মানুষ অনেক কিছু জানতে,শিখতে পারে'। কিন্তু লিটনের সেই জানা এবং শেখার পালা কবে শেষ হবে, সেটাই সম্ভবত মানুষ এখন জানতে চাইবেন। 

প্রতিভাবান ব্যাটসমানের ট্যাগ গায়ে চাপিয়ে দেশের জার্সিতে লিটন দাসের আগমন। শুরুটা করলেনও বটে দারুণ, ২০১৫ সালে ভারতের বিপক্ষে ঘরের মাঠে তাঁর অভিষেক। ফতুল্লার সেই টেস্টের প্রথম ইনিংসে ৪৫ বল খেলে আট চার এবং এক ছয়ে ৪৪ রান। ম্যাচ শেষে মিলেছিল ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির প্রশংসাও। একে একে লিটন দাস দেশের হয়ে সব ফরম্যাট খেলে ফেলেছেন, কিন্তু প্রতিভাবানের যে ট্যাগ নিয়ে তিনি এসেছেন, সেটা কতটুকুই বা মাঠের খেলায় দেখাতে পেরেছেন? ছয় বছরেরও বেশি সময়ের ক্যারিয়ারে হাতেগোনা কয়েকটা ইনিংস ছাড়া লিটন সেরকম কিছুই করতে পারেননি। 

শুধু দেখতেই সুন্দর? ছবি: আইসিসি
প্রশ্ন হলো, লিটন দাস এই প্রতিভাবানের ট্যাগ দিয়ে আর কতদিন চলবেন? একজন অভিনেতা অভিনয় কতটুকু শিখেছেন,আদৌ শিখেছেন কি না, সেটা কেউ জানতে চায় না।দর্শক পর্দায় অভিনয় দেখেই বলে দেন, ছেলেটা কেমন অভিনেতা! ক্রিকেটে সম্ভবত এটি একটা অদ্ভুত প্রথা, কে কত রকম শটস খেলতে পারেন, কে কত সুন্দর ব্যাট চালাতে পারেন, সে হিসেবে তার গায়ে প্রতিভাবানের ট্যাগ বসিয়ে দেয়া হয়, রান করার সামর্থ্যকে নয়। লিটনের হাতে শট আছে, তিনি সুন্দর ব্যাটিং করতে পারেন, তবে তাঁকে রান করেই সেই প্রমাণ রাখতে হবে। নিজেকে ধারাবাহিক করার বিকল্প যে কিছুই নেই। প্রতিভা যে প্রদর্শন করে দেখানোর জিনিস! 

ঘরোয়া লিগে লিটন বরাবরই দুর্দান্ত, এদেশের ক্রিকেটের সাথে সম্পৃক্ত মানুষজনের ক্রিকেটার লিটনকে নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই। কিন্তু লিটন সেই প্রত্যাশার প্রতিদান দিতে পারেছেন না। হ্যাঁ, লিটনের মাঝে প্রতিভার ছাপ আছে, ভালো খেলার সামর্থ্য আছে । তবে তাঁকে সেটা মাঠে করে দেখাতে হবে। প্রতিভা তো আর লুকিয়ে রাখার জিনিস নয়!

লিটন দাস যদি নিজের ব্যাটিং নিয়ে সংশয়ে থাকেন, অথবা ভাবেন তিনি ব্যাটিংটা করতে ভুলে গেছেন, তবে ২০১৮ সালে এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে নিজের সেই সেঞ্চুরির হাইলাইটসে একবার চোখ বুলাতে পারেন। তিনি যে সুন্দর সাবলীল ব্যাট করতে পারেন, সেই বিশ্বাসটা ফিরে আসবে। লিটনের ওপর যে বিশ্বাস আছে ক্রিকেটকে ভালোবাসা মানুষগুলোর। 

আবার কবে? ছবি:নূরফটো

এদেশে প্রতিভাবান ট্যাগ লাগিয়ে অনেক ক্রিকেটার এসেছেন, আবার হারিয়েও গেছেন, লিটন দাস নিশ্চয়ই চাইবেন না সেই মিছিল আরও লম্বা হোক। লিটন যে সত্যিকারের প্রতিভাবান, বিশ্বকাপ-মঞ্চ সেটা প্রমাণ করে দেখানোর সবচেয়ে বড় সুযোগ। লিটন এই সুযোগটাও কি হেলায় হারাবেন?

শেয়ার করুনঃ
আপনার মন্তব্য
আরও পড়ুন
×