রফিক-রাজ্জাক-সাকিব: একে অন্যের চোখে
                        		২০০৭ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রতীক হয়ে দাঁড়িয়ে ছিলেন তাঁরা তিনজন। তিন বাঁহাতি স্পিনার। পাঁচ বোলারের তিনজনই স্পিনার, ওয়ানডে এই ঘটনাই খুব বেশি দেখেনি। আর তিনজনই বাঁহাতি! এর আগে হাতে গোনা যে কবার দেখেছে, সেটিও বাংলাদেশেরই সৌজন্যে। তখন পর্যন্ত বিশ্বকাপে ছয় ম্যাচে তিনজন মিলে ১২৪.৩ ওভার বোলিং করে ৬০৪ রান দিয়ে ২১ উইকেট। বাংলাদেশের তিনটি জয়ে তাঁদের মিলিত অবদান ১৮ উইকেট, ওভার-প্রতি রান মাত্র ৩.৬৮। মোহাম্মদ রফিক, আবদুর রাজ্জাক ও সাকিব আল হাসানকে তাই আড্ডায় বসিয়ে ছিলাম গায়ানার টিম হোটেলে।