কারা নির্বাচক? কারাই বা টিম ম্যানেজমেন্ট?
টিম ম্যানেজমেন্ট যেন কাকে বলে? ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্ট মানে তো অধিনায়ক আর কোচ, তাই না? ম্যানেজার কখনো এর অংশ, কখনো না। ম্যানেজার থাকতেও পারেন, না-ও পারেন, তবে ক্রিকেট খেলায় টিম ম্যানেজমেন্টের কেন্দ্রবিন্দুতে অধিনায়কের উপস্থিতি তো এত দিন প্রশ্নাতীত বলেই জেনে এসেছি। তবে এই সিরিজে সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ যেভাবে প্রশ্নগুলো টিম ম্যানেজমেন্টের দিকে ঠেলে দিয়েছে, তাতে মনে সন্দেহ জাগছে এতদিন টিম ম্যানেজমেন্ট নিয়ে যা জানতাম তা কি সবই ভুল!