শিহান করুনাতিলাকার `চায়নাম্যান` বইটি প্রকাশের সঙ্গে সঙ্গেই রীতিমতো আলোড়ন তুলেছিল। কল্পিত এক রহস্য স্পিনারকে উপজীব্য করে লেখা এই উপন্যাসে শ্রীলঙ্কান ক্রিকেট, সমাজ, রাজনীতি, সংস্কার, ইতিহাস...কী প্রতিবিম্বিত হয়নি! যা পড়ে মুগ্ধ ক্রীড়া সাংবাদিক সৈয়দ ফায়েজ আহমেদ উৎপলশুভ্রডটকমের পাঠকদের সঙ্গে সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন।