কোপা আমেরিকা কবে, কোথায়, কখন?
                        		ইউরো শুরু হয়ে গেছে দু`দিন আগেই, ব্রাজিল-ভেনেজুয়েলা ম্যাচ দিয়ে কিক-অফ হচ্ছে কোপা আমেরিকারও। করোনা মহামারীর এ সময়টায় খেলা হবে দর্শকশূন্য মাঠে, ব্রাজিলিয়ানদেরও টুর্নামেন্টটা টেলিভিশনে কিংবা স্ট্রিমিং ওয়েবসাইটগুলোতেই দেখতে হবে। আর আমরা তো টেলিভিশনেরই দর্শক। আমাদের জন্য তাই কবে, কখন কোন ম্যাচ, এটা জানা থাকাটা খুব জরুরি। সেই প্রয়োজন মেটাতেই আপনাদের জন্য উৎপলশুভ্রডটকমের এই নিবেদন।