একজনেরও ওয়ানডে খেলার অভিজ্ঞতা নেই-এমন এক দল নিয়েই কানাডা হারিয়ে দিয়েছিল বাংলাদেশকে। সেই খেলোয়াড়দের কেউই আবার পেশাদার নন, সবাই সারা সপ্তাহ কাজ করে শুধু ছুটির দিনে ক্রিকেট খেলেন। শিক্ষক, ছাত্র, সেলসম্যান, ইঞ্জিনিয়ার সব পেশার লোক ছিলেন ওই দলে। তবে জানা না থাকলে কানাডার ক্রিকেট ঐতিহ্যের কথা জেনে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন।