কোচ চান না অধিনায়ক বোলিং করুন। কিন্তু অধিনায়কের এক কথা, পরিস্থিতি দাবি করলে তিনি বোলিং করবেনই। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এ নিয়ে বাংলাদেশ দলে মহা টেনশন। এমনই যে, বিশ্বকাপ শুরুর দিন এ নিয়ে না লিখে পারিনি। কারণ কোচ জেমি সিডন্সের কথা শুনে যে মনে হচ্ছিল, বিশ্বকাপে বাংলাদেশের ভালো করা না-করা অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের বোলিং করা না-করার ওপর নির্ভরশীল!