আগেরবার সেঞ্চুরি করেছিলেন বিশ্বকাপ সেমিফাইনালে, এবার ফাইনালে। আর মাহেলার সেঞ্চুরিগুলো যেমন হয়, ওই সেঞ্চুরিতেও তেমনই শুদ্ধ ব্যাটিংয়ের জয়গান। যে সেঞ্চুরি শ্রীলঙ্কার দ্বিতীয় বিশ্বকাপ জয় নিশ্চিত করে ফেলেছিল বলেই মনে হয়েছিল তখন। কে জানত, ওয়াংখেড়ের দিনটা যদি জয়াবর্ধনের হয়ে থাকে, রাতটা হবে গৌতম গম্ভীর আর মহেন্দ্র সিং ধোনির!