দুই ভাই যখন একসঙ্গে খেলতেন, ধিশাল জয়াবর্ধনেকে মাহেলার চেয়ে ভালো ব্যাটসম্যান বলে মানতেন অনেকেই। সেই ধিশালকে মাত্র ১৬ বছর বয়সে নিয়ে গেছে ক্যান্সার। এই শোকে তখন স্কুল দলের অধিনায়ক মাহেলা জগৎ-সংসার সম্পর্কে এমনই নিস্পৃহ হয়ে পড়েছিলেন যে, ক্রিকেটই ছেড়ে দিয়েছিলেন। ভাইকে নিয়ে কিছু বলেন না মুখ ফুটে, তবে বিশ্বকাপ জিতে গেলে মনে মনে নিশ্চয়ই বলতেন, `ধিশাল, এই ট্রফিটা তোর জন্য...`