বৃহস্পতিবার,
০১ মে ২০২৫
এই বিশ্বকাপে ব্যাট-বলের লড়াইয়ে বাংলাদেশ যতই বিবর্ণ হোক না কেন, মাঠের বাইরের কথা-পাল্টা কথা, অভিযোগ-পাল্টা অভিযোগ এসবের বিচারে বাংলাদেশ এরই মধ্যে চ্যাম্পিয়ন। আর কোনো দল ধারে কাছেও আসতে পারবে বলে হয় না। যা দেখেশুনে বলতে ইচ্ছা করছে, চলিতেছে সার্কাস...
এক বিশ্বকাপে আর কারও ৪০০ রান আর ১০ উইকেটের যুগলবন্দী নেই। কীর্তিটা কত বড়, তা বোঝাতে মনে করিয়ে দিই, গ্যারি সোবার্স ছাড়া ক্রিকেট ইতিহাসের বিখ্যাত সব অলরাউন্ডারই বিশ্বকাপ খেলেছেন। ক্যারিয়ারের সেরা সময়েই।
১৬৪ রানে ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেট পড়ে যাওয়ার পর একবার ভেবেছিলাম, এই ম্যাচ দেখে আর কী লাভ! ঘুমিয়ে পড়াই ভালো। ২৯২ টার্গেট, এ আর হওয়ার নাকি! হয়ওনি। কিন্তু সেখান থেকেই ওয়েস্ট ইন্ডিজকে মাত্রই একটা ছয়ের দূরত্বে নিয়ে গিয়েছিলেন কার্লোস ব্রাফেট। সেই ছক্কাটা মারতে গিয়েই আউট! ট্র্যাজিক হিরো হওয়ার কি কোনো সান্ত্বনা হয়!
১ মে